স্টাফ রিপোর্টার:: ফেসবুকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তথ্য ও যোগযোগ প্রযুক্তি আইনে জগন্নাথপুর থানায় দায়েরকৃত দ্বিতীয় মামলার তদন্তে মাঠে নেমেছে পুলিশ। ইতিমধ্যে অভিযুক্ত ফেসবুক পোষ্টের কমেন্টকারীদের সন্ধানে পুলিশ অভিযান চালিয়েছে। রোববার দিনভর বেশ কয়েকজন কমেন্টকারীর সন্ধানে পুলিশ অভিযান চালায়। জগন্নাথপুর থানা পুলিশ সূত্র জানায়,সাংবাদিক অমিত দেবের দায়েরকৃত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়েরকৃত জগন্নাথপুর থানার দ্বিতীয় মামলার স্বাক্ষ্য প্রমানের সন্ধানে অভিযুক্ত ফেসবুক পোষ্টে সহমত কিংবা উৎসাহ প্রদান করে যারা কমেন্ট করেছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ অভিযান চালিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপ-পরির্দশক আব্দুল কাদের বলেন, উক্ত ঘটনার সাথে জড়িত কমেন্টকারীদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা খুঁজছি। ইতিমধ্যে ফেসবুক পেজের কমেন্টকারীর তালিকা অনুযায়ী অন্যতম কমেন্টকারী পৌর এলাকার হবিবপুর গ্রামের এডভোকেট জিয়াউর রহিম শাহীনসহ বেশ কয়েকজন কমেন্টকারীর বাড়িতে অভিযান চালানো হয়েছে। তাদেরকে মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি বলেন, মামলায় সুনিদিষ্টভাবে একজনকে আসামী করা হলেও যারা কমেন্ট করে পরিকল্পিতভাবে উৎসাহ জুগিয়েছেন তদন্তে তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে তারা আসামী হতে পারেন। তিনি বলেন,পুলিশ মামলাটি গুরুত্বসহকারে মামলাটি তদন্ত করছে। তদন্তের প্রয়োজনে সকল কমেন্টকারীদের জিজ্ঞাসাবাদ করা হবে।