আজিজর রহমান আজিজ:: সনামগঞ্জের অতিরিক্ত পলিশ সুপার পূর্ব মোঃ সাইফুল ইসলাম বলেছেন, পুলিশ ও জনগনের মধ্যে পারস্পারিক সেতুবন্ধন মধ্য দিয়ে আইনশৃঙ্খলা পারিস্থিতিকে স্বাভাবিক রাখা সম্ভব। পুলিশকে সহযোগীতায় জনগন এগিয়ে না এলে সমাজ থেকে অপরাধ নিমুল করা সম্ভব হবে না। তিনি জনগনের সহযোগীতায় সমাজ থেকে মাদক নারী নির্যাতন,বাল্য বিবাহসহ অপরাধমূলক কাজের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে কমিউনিটি পুলিশিং কার্যক্রম কে আরো এগিয়ে নিতে হবে। তিনি কমিউনিটি পুলিশিং কার্যক্রমের সাথে জড়িতদের সামাজিক দায়বদ্ধতা থেকে পুলিশের সাথে সহযোগীতা করার আহ্বান জানান। তিনি বলেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে। এখন অপরাধের ধরন বদলে গেছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে সন্ত্রাস চলছে। এসব প্রতিরোধে পুলিশকে দক্ষতার সহিত দায়িত্ব পালন করতে প্রশিক্ষনের ব্যবস্থা করা হচ্ছে। তিনি সচেতন জনগনের সম্পৃক্ততায় সমাজ থেকে অপরাধ নিমূলে এক যোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান। শনিবার জগন্নাথপুর থানার কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামানের সভাপতিত্বে ও উপ-পরির্দশক রফিকুল ইসলাম (সিপিও) এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশিং জগন্নাপুর পৌর সভার ৫ নং ওয়ার্ডের আহ্বায়ক আনহার মিয়া, ৭ নং ওয়ার্ডের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম রিপন, কলকলিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর সফিক মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের আহ্বায়ক আব্দুল গফুর, আশারকান্দি ইউনিয়নের আহ্বায়ক আবুল খয়ের ইছরাইল, পাটলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সভাপতি সাব্বির মিয়া, আওয়ামীলীগ নেতা মতিউর রহমান প্রমুখ।
Leave a Reply