স্টাফ রিপোর্টার:: গতবছরের চেয়ে এ বছর এইচএসসি পরীক্ষায় ফলাফলে পিছিয়ে রয়েছে জগন্নাথপুর ডিগ্রী কলেজ। এ বছর ৪৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। কৃর্তকায হয়েছে ৩৫৭ জন। পাশের হার ছিল ৭৮.৮১। জিপিএ-৫ পায়নি কোন শিক্ষার্থী। গত বছর এ কলেজে পাশের হার ছিল ৮৩%। জিপিএ-৫ ছিল ৩টি। এ বছরের ফলাফলে হতাশ হয়েছেন উপজেলাবাসী। তবে প্রতিষ্টানের অধ্যক্ষ এ ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন।
শিক্ষানুরাগী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ জানান, এ প্রতিষ্টান থেকে আমরা আরো ভাল ফলাফল আশা করেছিলাম। আশা করছি আগামীতে কলেজটি ভাল ফলাফল অর্জনে সক্ষম হবে। তবে শাহজালাল মহাবিদ্যালয়সহ উপজেলার সবকটি কলেজের সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
জগন্নাথপুর ডিগ্রী কলেজ’র অধ্যক্ষ আব্দুর নুর জানান, জগন্নাথপুর ডিগ্রী কলেজের সার্বিক ফলাফল সন্তোষ্টজনক। কলেজের কয়েকজন শিক্ষার্থীর জিপিএ-৫ পাওয়ার কথা ছিল আমরা এবিষয়ে বোর্ডে যোগাযোগ করব।
Leave a Reply