স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীরা বিভিন্ন অভিযোগ এনে মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচী পালন করেছে। সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষ আব্দুন নুরের অপসারণ দাবী করে তার বিরুদ্ধে নানা অনিয়ম দুনীতির অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন। বিক্ষোব্দ শিক্ষার্থীরা এসময় কলেজের জানালার গ্লাস ভাংচুর করে। অধ্যক্ষ কলেজে না থাকলেও শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। শিক্ষাথীদের মধ্যে মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কলেজ ছাত্র মুহিবুর রহমান লিটু,গোলাম আরাফাত তোহা,মুজাহিদ আহমদ,রনি রাজ,মোছাঃ পিংকি আক্তার, ইভা বেগম, পূর্ণা দে প্রমুখ। কলেজ ছাত্র মুহিবুর রহমান লিটু অভিযোগ করেন, কলেজ অধ্যক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়সহ নানা অনিয়ম দুর্নীতি করে আসছেন। তাই সর্বস্তরের শিক্ষার্থীরা তার অপসারনের দাবীতে আন্দোলনে নেমেছে।
কলেজ অধ্যক্ষ আব্দুন নূর বলেন, আমি ডিগ্রী পরীক্ষার কাজে সুনামগঞ্জে ছিলাম। শুনেছি যেসব শিক্ষার্থী কলেজে পড়ালেখা না করে কলেজের শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্থ করতে চায় তারাই আমার বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ করে কলেজের গ্লাস ভাংচুর করেছে।