স্টাফ রিপোর্টার:: ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জগন্নাথপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এক প্রস্তুতি সভা শনিবার দুপুরে জগন্নাথপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুন নূরের সভাপতিত্বে ও জাতিয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রভাষক মোঃ নিয়াজ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,কলেজের সহকারী অধ্যাপক এটিএম নূরুল মুক্তাকীন, মোঃ জাহিদুল ইসলাম,পান্ডব চন্দ্র দাশ, মনোরঞ্জন তালুকদার,সিনিয়র প্রভাষক বিজিত রঞ্জন বৈদ্য,ফজলুল কাদের চৌধুরী,সামছুল আলম চৌধুরী,ফয়ছল কবির চৌধুরী,আব্দুল কাহার,মোঃ মশিউর রহমান, মোঃ আব্দুর রউফ,আবুল কালাম আজাদ, প্রভাষক অশেষ কান্তি দে,মোঃ আব্দুল বাতন, প্রর্দশক আয়েশা সিদ্দিকা প্রমুখ। সভায় সর্বসন্মতিক্রমে ১৫ আগষ্ট জাতিয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচী গ্রহণ করা হয়।