স্টাফ রিপোর্টার::পুরাতন বছরের সুখ দুঃখের সব জঞ্জাল ধুয়ে মুছে নতুনের আহ্বানে জগন্নাথপুর উপজেলাবাসীকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে প্রত্যাশা করি নতুন বছর আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধির সুবাতাস। সেই সাথে প্রত্যাশা করি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক। জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের সকল দেশী বিদেশী পাঠক ও সর্বস্তরের জগন্নাথপুরবাসীর প্রতি রইল ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। শুভ নববর্ষ ২০১৬ খ্রিষ্টাব্দ। অমিত দেব.সম্পাদক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম।