স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের অগঠনতান্ত্রিক সন্মেলন প্রস্তুতি কমিটি থেকে সরে গেলেন সন্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি শাহ সাহেদুর রহমান সাহেদ ও সাধারণ সম্পাদক রুমেন মিয়া। সোমবার উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে তারা তাদের অবস্থান তুলে ধরে অগঠনতান্ত্রিক সন্মেলন প্রস্তুতি কমিটি থেকে সরে যাওয়ার ঘোষনা দিয়ে উপজেলা ছাত্রলীগের চলমান কমিটির নের্তৃত্বে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য দেন। এসময় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, আওয়ামীলীগ নেতা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রিপন, এম ফজরুল ইসলাম, যুবলীগ নেতা মাছুম আহমদ, পৌর যুবলীগ নেতা নিজামুল করিম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান মুজিব,ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম, কল্যাণ কান্তি রায় সানী, সায়মন হোসেন রুমেন, তোফাজ্জল হক সুমন, নাসির আহমদ, মাহবুব হোসেন, আব্দুল আলীম, আবুুু হেনা, মল্লিক মনসুর, সজিব রায় দুর্জয়, জিন্নাহ আহমদসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীন রাজনীতিবীদ সিদ্দিক আহমদ শোকের মাসে সকল ভেদাভেদ ভূলে ছাত্রলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, সেপ্টেম্বরে সকল ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি করা হবে। এর আগে চলমান উপজেলা ছাত্রলীগের কমিটির নের্তৃত্বে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। জগন্নাথপুরে কোন কোন্দল গ্রুপিং করার অবকাশ নেই উল্লেখ করে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে দলীয় শৃঙ্খলা মেনে কাজ করতে হবে। এরপর সকল ছাত্রলীগ নের্তৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ ভূলে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন। উল্লেখ্য আগষ্টের প্রথম দিনে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতি ফজলে রাব্বি স্মরণ ও সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী অগঠনতান্ত্রিকভাবে ছাত্রলীগ নেতা শাহ সাহেদুর রহমান কে সভাপতি ও রুমেন মিয়াকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সন্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করেন। এর পর থেকে গত দুই দিন ধরে ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে ঝাঁড়– ও জুতা মিছিল করে তাদেরকে অবাঞ্চিত করে। যার প্রেক্ষিতে সোমবার দলীয় কার্য্যালয়ে সন্মেলন প্রস্তুুতি কমিটির সভাপতি শাহ সাহেদুর রহমান সাহেদ ও সাধারণ সম্পাদক রুমেন মিয়া তাদের অবস্থান তুলে ধরে বক্তব্য দিয়ে স্বপদ থেকে সরে যাওয়ার ঘোষনা দেন। এরপর আওয়ামীলীগের শীর্ষ নেতাদের নিয়ে ছবি তুলে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন ছাত্রলীগের নেতারা।