স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌর এলাকার জগন্নাথপুর দিঘীরপাড় আবাসিক এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মতলিব (৬০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি… রাজিউন) মৃত্যুকালে তিনি দুই ছেলে তিন মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজনগুনগাহী রেখে গেছেন। শনিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি রাজধানীর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকেলে গ্রামের উত্তর জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে পৌর আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মতলিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, প্রবীন রাজনীতিবীদ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পৌর আওয়ামীলীগ সভাপতি ডা.আব্দুল আহাদ সাধারণ সম্পাদক ইকবাল আহমদ ভূঁইয়া জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,সহ০সভাপতি তাজউদ্দিন.এনামুল হক রেনু সেক্রেটারী সানোয়ার হাসান সুনু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব, বাতা প্রধান আলী আহমদ প্রমুখ নেতৃর্বৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সমতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য আব্দুল মতলিব জগন্নাথপুর পৌর এলাকার একজন বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব ছিলেন। তিনি জগন্নাথপুর গ্রামের মসজিদ ও স্কুল কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply