স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর উপজেলা স্কাউট নির্বাহী কমিটির সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। মঙ্গলবার দিনব্যাপী শিক্ষামূলক বিভিন্ন কর্মসূচী শেষে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিজামস উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হয়রত অালী, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রফিকুল ইসলাম, উপজেলা সাবরেজিষ্টার সালাহ উদ্দিন, কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, হলিয়ারপাড়া মাদ্রাসা অধ্যক্ষ মইনুল ইসলাম পারভেজ, স্কাউট কমিটির সাধারণ সম্পাদক ইমরান আহমদ,শিক্ষক সাইফুল ইসলাম রিপন, সাংবাদিক অমিত দেব প্রমুখ। সভায় ২০১৫ সালের ডিসেম্বরের মধ্যে জগন্নাথপুর উপজেলাকে স্কাউট উপজেলা হিসেবে ঘোষনা দিতে উপজেলান স্কাউট কমিটি নেতারা প্রত্যয় ব্যক্ত করেন। এসময় প্রশাসনের কর্মকর্তারা তাদের বিভিন্ন দপ্তরের তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামও সবধরনের সহযোগীতার আশ্বাস দেন।