স্টাফ রিপোটার: বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় জগন্নাথপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। সর্বসন্মতিক্রমে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেনকে সভাপতি ও হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরুল হক কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়। কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফরিদ আহমদ, উত্তর সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আতাউর রহমানকে অর্থ সম্পাদক হিসেবে উপজেলার সহকারি শিক্ষকরা ভোটের মাধ্যমে নির্বাচিত করেন। মঙ্গলবার উপজেলা আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শিক্ষক আলমগীর হোসেন। জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাপ্পী রানী দে এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফরিদ আহমদ জামাল, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তুলসী বণিক, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রশিদা বেগম, শ্রীরামসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শেফালি বেগম প্রমুখ।