সিলেট প্রতিনিধি::সিলেট শহরে অবস্থানরত জগন্নাথপুর বাসীর মধ্যে যোগসূত্র স্থাপনের জন্য জগন্নাথপুর উপজেলা সমিতি সিলেটের নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছেন। তা বাস্তবায়নে সকল জগন্নাথপুর বাসীর সহযোগীতার জন্য সভা থেকে অহব্বান জানানো হয়েছে। জগন্নাথপুর উপজেলা সমিতি সিলেটের কার্যকরী কমিটির সভা বুধবার সন্ধ্যা ৭টায় জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে সমিতির সভাপতি অধ্যপক সালেহ আহমদের সভাপতিত্বে সাধারন সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব আবুল বশর, সৈয়দ সুজাত আলী, এডভোকেট নাজিম উদ্দিন, আজিজুর রহমান সুন্দর, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, অধ্যাপক সাব্বির আহমদ, সোহরাব আলী, হামিদুর রহমান চৌধুরী বাচ্চু, সাইফুল আলম সিদ্দিখী টিপু প্রমুখ। সভায় সদস্য নবায়ন আগামী ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত এবং আগামী ১৯ ফেব্রুয়ারী সাধারন সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়। সদস্য নবায়নের ব্যাপারে সভাপতি সাধারন সম্পাদক সহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করার জন্য সভায় সিদ্ধান্ত করা হয়।