স্টাফ রিপোর্টার-জগন্নাথপুর উপজেলা সমাজ কল্যাণ ঐক্য পরিষদ ফ্রান্স এর কমটি গঠন করা হয়েছে । গত সোমবার বিকেলে প্যারিসের অভারবিলা স্হানীয় রেষ্টুরেন্টে আব্দুল হাফিজের সভাপতিত্বে ও শাহিন মিয়ার পরিচালনায় কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মো: হাবিবুর রহমান হাবিব,ফজলু মিয়া,সোহেল আহমদ,আবু বক্কর,শাহ বাহাদুর ময়না,আজহারুল হক ভূঁইয়া, তাহের আমিন,শাবুল মিয়া,খলিলুর রহমান,হোসাইন আহমদ,ময়ূর মিয়া,রেদুয়ান আহমদ,চুনু মিয়া,আমির হোসেল, দবির আহমদ ভূঁইয়া,রেজাউল করিম,রিপন আহমদ,মায়ান ভূইয়া,আব্দুল আলীম,আমির হোসেন,জিয়াউক হক,রাসেল আহমেদ,হামিদুর রহমান,ফখরুল,রহিম উদ্দিন, মুরছালিন,তানবীর রহমান,আহসান হাবিব,পাবেল আহমদ,জামিল,রায়হান। প্রমুখ সভায় সর্বসম্মতি ক্রমে শেখ আব্দুল কদ্দুস কে সভাপতি মিলাদ মজুমদার কে সাধারণ সম্পাদক ও ইকবাল হোসাইন কে যুগ্ন-সাধারণ সম্পদক মনোনীত করা হয়।
Leave a Reply