গোবিন্দ দেব:: জগন্নাথপুর উপজেলা যুবলীগের পূনাঙ্গ কমিটি গঠনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ সর্বত্র চলছে তোলপাড়। কমিটি নিয়ে যুবলীগের নেতাকমীরা দিচ্ছেন নানা প্রতিক্রিয়া। যুবলীগের নেতাকমীরা পূনাঙ্গ কমিটিতে তাদের অসন্তোষ জানিয়ে ষ্ট্যাটার্স দিয়ে পূনাঙ্গ কমিটি গঠনে নানা ত্রুটি তুলে ধরছেন। অপরদিকে বুধবার জেলা যুবলীগের সদ্য বিদায়ী আহ্বায়ক (বর্তমান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক) ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন স্বাক্ষিরত অনুমোদিত কপি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এতে সাংগঠনিক সম্পাদক হিসেবে বকুল গোপের নাম থাকলেও বৃহস্পতিবার (আজ) আরেকটি অনুমোদিত কপি নেতাকমীদের মধ্যে বিতরণ করা হয়। এতে দেখা যায় বকুল গোপের পরিবর্তে হুমায়ুন তালুকদার সাংগঠনিক সম্পাদক আর বকুল গোপকে সহ-সম্পাদক করা হয়। অপরদিকে উপজেলা যুবলীগের আহ্বয়ক সফিক মিয়াকে সহ সম্পাদক করা হয়। কিন্তু গতকালকে পাঠানো অনুমোদনপত্রে সফিক মিয়া নাম ছিল না। এরকম নানা অসঙ্গতি নিয়ে দিনভর যুবলীগের নেতাকমীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সদ্য প্রকাশিত পূনাঙ্গ কমিটির সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন নিজের বর্তমান পদবী প্রত্যাখান করে লিখেন অপেক্ষাকৃত যোগ্য,মেধাবী,ত্যাগী,পরিশ্রমী, দলের দুর্দিনে পরীক্ষিত রাজপথের লড়াকু সৈনিকদের বাদ দিয়ে এবং অবমূল্যায়ন করে প্রকাশিত প্রহসনের কমিটি প্রশংসা পেতে পারে না। জোয়ারে ভেসে আসা বিএনপি জামাতের প্রেতাত্মা, হাইব্রিড আর জাতির জনকের আদর্শ পরিপন্থী ও দলীয় সভানেত্রীর সিদ্ধান্তের বিরোধীতাকারী বিশ্বাসঘাতকদের দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বাস্তবায়ন সুদূর পরাহত। জগন্নাথপুরের সন্তান, যিনি নান্দনিক সুনামগঞ্জের রূপকার হিসেবে আখ্যায়িত, জগন্নাথপুরের রাজনীতি সম্বন্ধে যার অজানা নয় কিছুই, তার কাছ থেকে নেতাকর্মীরা এমনটা আশা করেনি মোটেই।সকলের মতো আমি নিজেও ভেবেছিলাম, স্বপ্ন দেখেছিলাম–বলেছিলাম “Like father like son-Barrister Emon” কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে He is not as like his father. জগন্নাথপুর উপজেলা যুবলীগের প্রকাশিত পূর্ণাঙ্গ কমিটি বিশ্লেষণ করলে যা প্রকাশিত হয় তা হলো ব্যারিস্টার ইমনের অযোগ্যতা, অপরিপক্বতা, অদক্ষতা, হঠকারীতা, স্বেচ্ছাচারীতা,স্বজনপ্রীতি ও ব্যক্তি স্বার্থ চরিতার্থের অদম্য স্পৃহা, অসততা এবং সর্বোপরি বঙ্গবন্ধুর আদর্শ ও রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার অবিচল আস্থা ও বিশ্বাসের প্রতি চরম অমর্যাদা। অপরদিকে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য দবির আহমদ তার ফেসবুক ষ্টাটাসে উল্লেখ করেন, দীর্ঘ ১১মাস পরে জগন্নাথপপুর উপজেলা যুবলীগের যে কমিটি প্রদান করা হয়েছে, তাতে আমার মতো একজন অযোগ্য,অপরিপক্ব,অদক্ষ ব্যক্তিকে সদস্য নির্বাচিত করে নান্দনিক কমিটির নান্দনিকতা ম্লান করা হয়েছে বলে আমি মনে করি।তাই আমি সেচ্ছায় এই গুরুত্বপূর্ন পদবী থেকে অব্যাহতি প্রদান করছি। আওয়ামী পরিবারের সন্তান হিসেবে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে পদ-পদবী ছাড়াও অতীতের ন্যায় রাজনীতি করে যাব। আজ থেকে প্রায় বিশ বৎসর পূর্বে ১৯৯৬ সালের ৪টা ফেব্রুয়ারি বৃহত্তর পীরেরগাও (৯নং ওয়ার্ড)ছাএলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে রাজনীতিতে সক্রিয় অংশ গ্রহণ করি, সেই থেকে আজ অবধি আমি আমার মেধা,সততা,শ্রম দিয়ে দলের প্রয়োজনে নিজেকে নিবেদিত রাখার অদম্য চেষ্টা চালিয়ে গেছি এবং ভবিষ্যতে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাব। পৌর যুবলীগ নেতা নিজামুল করিম তার ফেসবুক ষ্ট্যাটাসে উল্লেখ করেন, রাজনীতি আর করব না যে উপজেলা কমিটিতে আমার জুনিয়ররা সাংগঠনিক আর আমার নাম কমিটিতে নাই
সেই ঘৃনার রাজনিতি আমি আজ থেকে ছেড়ে দিলাম আমরা দলের ধুপার কাজ করব
পদ পদবি পাবে ঘরে বসে। মুলা ঝুলানু রাজনীতি করব না….। পদ বঞ্চিত আরেক নেতা ফখরুল ইসলাম বলেন, এ পকেট কমিটি মানি না। এদিকে উপজেলা যুবলীগের পূনাঙ্গ কমিটি গঠন নিয়ে অসন্তোষের বিষয়ে দৃষ্টি আকর্ষন করা হলে জেলা যুবলীগের সদ্য বিদায়ী আহ্বায়ক বর্তমান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, কমিটিতে স্থান পেতে অনেক যোগ্য লোক আছে সবাইকেতো স্থান দেয়া যায়নি তাই হয়তো কিছু ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে।
বর্তমান জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা জেলা যুবলীগের দায়িত্ব পেয়েছি শুনে তড়িঘড়ি করে জগন্নাথপুরের উপজেলা কমিটি প্রকাশ করা কতটুকু বৈধ তা কেন্দ্রীয় নেতৃবৃন্দেকে অবহিত করেছি। তাদের কাছ থেকে সিদ্ধান্ত পেয়ে এই কমিটির বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।
Leave a Reply