স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা যুবলীগের সন্মেলনকে সামনে রেখে জেলা যুবলীগের নের্তৃবৃন্দ সাংগঠনিক সফর করেছেন। বুধবার বিকেলে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক কামাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন লালনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জগন্নাথপুর উপজেলা টিম লিডার আতিকুর রহমান আতিক, জেলা যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন নাহিদ, আ ত ম তিমু, মাহমুদুর রহমান তারেক,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম রিপন,নজরুল ইসলাম,ফজরুল ইসলাম,হামিদুর রহমান বাচ্চু, সালেহ আহমদ,পৌর যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান প্রমুখ। সভায় জগন্নাথপুর উপজেলা যুবলীগের সন্মেলনকে সফল করতে উপজেলা যুবলীগের নেতাকর্মীদেরপ্রস্তুতির কথা শুনে বিভিন্ন দিকনির্দেশনা দেন জেলা যুবলীগের নের্তৃবৃন্দ। ১৬ মে উপজেলা যুবলীগের সন্মেলন অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জগন্নাথপুর উপজেলা টিম লিডার আতিকুর রহমান আতিক বলেন, নান্দনিক সুনামগঞ্জের স্বপ্নদ্রষ্টা ব্যারিষ্টার এম এনামুল কবির ইমনের নেতৃত্বে সুনামগঞ্জ জেলায় যে যুব জাগরন তৈরী হয়েছ্ জগন্নাথপুর উপজেলা যুবলীগের সন্মেলনের মাধ্যমে আমরা সেই যুব জাগরনকে এগিয়ে নিতে চাই। এজন্য জগন্নাথপুর উপজেলা যুবলীগের সন্মেলনকে সফল করতে হবে।
Leave a Reply