Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান, সেক্রেটারী হাজের আলী নির্বাচিত

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার পৌরশহর এলাকার আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শিক্ষক মোঃ আতাউর রহমান কামালী সভাপতিত্বে ও হাজের আলীর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শিক্ষক সব্বির আহমদ, নজির উদ্দিন, ফরুখ আহমদ, মতিউর রহমান প্রমুখ।
পরে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সমিতির প্রত্যক সদস্য তাদের ভোট প্রয়োগ করেন। সভাপতি পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় পূর্নরায় নির্বাচিত হয়েছেন উপজেলার শাহারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান কামালী, সাধারন সম্পাদক হিসেবে ২৮ ভোটে নির্বাচিত হয়েছে বিজয়ী হয়েছিন শ্রীরামসি হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: হাজের আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোট পেয়েছেন ১৪টি।

Exit mobile version