প্রেস বিজ্ঞপ্তি
সুনামগঞ্জের সুনাম ধন্য জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন পরিচালনার লক্ষে নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত মঙ্গলবার এসোসিয়েশন উদ্যোগে জগন্নাথপুর উপজেলার ফুটবলের সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য, বাফুফের রেফারি উবায়দুর রহমান সুজার সভাপতিত্বে ও সামিনুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য দেন, জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ রুহুল আমিন রাহুল, ক্রীড়া অনুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন ভূইঁয়া, সাবেক সাধারণ সম্পাদক আবু ছালেহ, রাসেল বক্স প্রমুখ।
এসময় জগন্নাথপুর উপজেলা প্রত্যেক ইউনিয়ন থেকে আগত উপজেলা, জেলাদলের খেলোয়াড় ও একাডেমি এবং ক্লাব নেতৃবৃন্দ।
পরে সর্বসম্মতিক্রমে নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন ওলিউর রহমান ওলি ও পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন সামিনুর রহমান।
কমিটির অন্যান্যরা হলেন,