জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন এর দুই বছর মেয়াদী পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।
আজ রোববার ফুটবল এসোসিয়েশনের এক সভায় পূর্ণাঙ্গ কমিটির ঘোষনা করা হয়।
এ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সুহিন আহমদ দুদু’র সভাপতিত্বে অস্থানীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা ফুটবল এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক ও ফুটবল এসোসিয়েশনের উপদেষ্ঠা জাহির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও এসোসিয়েশনের উপদেষ্ঠা মাহবুবুর রহমান মাহবুব, উপদেষ্ঠা আকমল হোসেন ভূইঁয়া, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি রাহুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ, সহ সভাপতি দিলোয়ার হোসেন, স্বপন আহমদ প্রমুখ।
সভায় উপদেস্টা মন্ডলীর দিক-নির্দেশনায় ১৬তম জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের ২০১৯-২১ এর দুইবছর মেয়াদী পূর্নাঙ্গ কমিটির তালিকা ঘোষনা করেন উপজেলা ফুটবল এসোসিয়েশনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক হাসান আদিল।
এছাড়া সভায় প্রতিবছরের ন্যায় এসোসিয়শনের ১৬তম ফুটবল টুর্ণামেন্টের আয়োজন বিষয়ে আলোচনা হয়েছে।
এসময় ফুটবল এসোসিয়শনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসোসিয়েশনের নতুন সভাপতি মো: সুহিন আহমদ দুদু, সাধারণ সম্পাদক হাসান আদিল,সাংগঠনিক সম্পাদক মো: শামিনুর রহমান এবং অর্থ সম্পাদক মো: সালমানুর রহমানসহ ৮১ সদস্য বিশিস্ট কমিটি ঘোষনা করা হয় ।
Leave a Reply