স্টাফ রিপোটার: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলা ক্রীড়া সংস্হার বাস্তবায়নে অনুর্ধ ১৬ ফুটবল খেলোয়ারদের প্রশিক্ষন প্রদান করা হয়েছে। সপ্তাহব্যাপী প্রশিক্ষন কর্মশালা রোববার উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও গ্রামের মাঠে সম্পন্ন হয়।
পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমাম প্রশিক্ষন কর্মশালার ব্যয় হিসেবে ২৪হাজার টাকার চেক উপজেলা ক্রীড়া সংস্হার সাধারন সম্পাদক মাহবুবুর রহমান ভুঁইয়ার হাতে তুলে দেন। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব,উপজেলা পরিষদের জাইকা প্রকল্পের উপজেলা সমন্নয়ক রাজিব দাশ উপস্হিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ভুঁইয়া জানান, অনুর্ধ ১৬ ফুটবলের জন্য ১৬ জন খেলোয়ারকে এক সপ্তাহব্যাপী ফুটবল প্রশিক্ষণ প্রদান করা হয়।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, উপজেলা ক্রীড়া সংস্হার মাধ্যমে ফুটবলের মানন্নোয়নের লক্ষ্যে প্রশিক্ষনের উদ্যাগ নেয়া হয়েছে।
Leave a Reply