স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা অধিপ্তরের উদ্যোগে ৭-১২ নভেম্বর মা ও শিশু কৈশোর কালীন স্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুপুরে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারীর সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একরামূল হক এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, সহকারী কমিশনার(ভূমি) বিশ্বজিৎ পাল, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরির্দশক অঞ্জন কুমার রায়, পরিবার কল্যান পরির্দশীকা শিবানী দে প্রমুখ।