স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ বর্তমান চেয়ারম্যান আকমল হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন। বিকেল সাড়ে চারটার দিকে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমাদেন। মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজ, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সহ-সভাপতি পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক সিরাজুল হক,জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ, উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক আব্দুল জব্বার,সহ-দপ্তর সম্পাদক মাছুম আহমদসহ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।