স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সোমবার দুপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সকাল ১১টায় দলীয় কার্য্যালয় থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্য্যালয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কুতুব উদ্দিন জুয়েলের পরিচালনায় আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহিদ, পৌর আওয়ামীলীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সৈয়দ তামিম, যুগ্ন সম্পাদক রোমেন আহমদ, কল্যান কান্তি রায় সানী, উপজেলা ছাত্রলীগ নেতা নাসির আহমদ, আব্দুল মুকিত, রাসেদ মুরাদ, তানভীর আলম পিয়াস, পৌর ছাত্রলীগ সভাপতি শায়েক আহমদ, যুগ্ন সম্পাদক এস,আর দূর্জয়, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রিয়াদ আহমদ, সাধারন সম্পাদক লায়েক আহমদ, পাটলী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক মুজাহিদ আহমদ, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজমুল হোসেন মিঠু, সহ-সভাপতি হিবলু, আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মুহিবুর রহমান রাসেল, পাইলগাও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম সুহাগ, তানভীর আহমদ, প্রমুখ। সভা শেষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভ্পাতি সিদ্দিক আহমদ বলেছেন, ছাত্রলীগ একটি গৌরবউজ্জ্বল ছাত্রসংগঠনের নাম। ছাত্রলীগের নেতাকর্মীদের এ গৌরব ধরে রাখতে হবে। তিনি শেখ হাসিনার সরকারের উন্নয়ণ ও অগ্রগতিতে ছাত্রলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বন জানান।