স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগে সাবেক সভাপতি এলাইছ মিয়ার মা হোসনা বিবি (১০০) বার্ধক্যজনিত কারণে রবিবার পৌর শহরের দিঘীরপাড়স্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি……রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে তিন মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন। সন্ধ্যা সাতটায় উত্তর জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এতে অংশ নেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা,জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুল মনাফ, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না,সফিক মিয়া,জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুসহ জগন্নাথপুর গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে সাবেক ছাত্রলীগ সভাপতি ও বর্তমান পৌরসভা কর্মকর্তা এলাইছ মিয়ার মাতৃবিয়োগে শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন, সাবেক মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব, বার্তা সম্পাদক আলী আহমদ, ওয়েব মাষ্টার অরূপ সরকার প্রমুখ।
Leave a Reply