স্টাফ রিপোটার:: জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সন্মেলন নিয়ে আবারও শঙ্কা দেখা দিয়েছে। স্থগিত হতে পারে ছাত্রলীগের সন্মেলন। আজ ১১টায় দলীয় কাযালয়ে এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন জুয়েল। ছাত্রলীগের নেতাকমীরা জানান, উপজেলা ছাত্রলীগের সন্মেলন নিয়ে বেশ কিছু দিন ধরে জোর আলোচনা চলছিল। যার প্রেক্ষিতে ২০ এপ্রিল উপজেলা ছাত্রলীগের সন্মেলনের দিনক্ষন ঠিক করা হয়। অতিথিদের সময়স্বল্পতার কারণে সন্মেলন স্থগিত করা হয়। পরবতীতে ২৬ এপ্রিল উপজেলা ছাত্রলীগের সন্মেলন ঠিক করা হয়। এতে প্রধান অতিথি করা হয় আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মন্ত্রী এম এ মান্নান কে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উদ্বোধন করবেন জেলা ছাত্রলীগ সভাপতি ফজলে রাব্বি স্মরণ ও জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রফিক চৌধুরী। ইতিমধ্যে সন্মেলনের সকল প্রস্তুতি শেষ করা হয়েছে। পোষ্টার বিলবোডে পুরো জগন্নাথপুর ছেয়ে গেছে। এ অবস্থায় সন্মেলনে দিনক্ষন আবারও পেছাতে পারে বলে শোনা যাচ্ছে। এনিয়ে আজ ১১টায় জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ দলীয় অফিসে এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হবে।
Leave a Reply