স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবেদ মিয়ার যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার দুপুর ১টার দিকে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এ উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক তোহা চৌধুরীর পরিচালনায় শহরের একটি রেস্তুুরায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ফিরোজ আলী। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবেদ মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুঁইয়া, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সুফি মিয়া, স্টুডেন্ট’স কেয়ার জগন্নাথপুর’র প্রতিষ্ঠাতা সদস্য এম,এ শামিম, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক সজীব রায় দুর্জয় প্রমুখ। পওে সংবর্ধিত অতিথিকে ক্রেষ্ট প্রদান করা হয়।