Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিল

স্টাফ রিপোর্টার:;উপজেলা ছাত্রলীগের সম্মেলনের আয়োজন করতে ব্যর্থ হওয়ায় অভিযোগ এনে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিল করা হয়েছে। শুক্রবার রাতে জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, মুজিবুর রহমান সভাপতি ও জুয়েল আহমদকে সাধারণ সম্পাদক করে ইতোপূর্বে গঠিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু মুজিবুর রহমান ও কুতুব উদ্দিন জুয়েল বিভিন্ন গণমাধ্যমে নিজেদেরকে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক দাবি করছেন। উপজেলা কমিটি বিলুপ্ত করে শাহ শায়েদকে সভাপতি ও রুমেন আহমেদকে সাধারণ সম্পাদক করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করে দেয়া হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ জানিয়েছেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের সাথে আলাপ আলোচনা করে খুব শিঘ্রই সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে।

Exit mobile version