গত ১৯ অক্টোবর শুক্রবার বিকাল ২ ঘটিকায় জগন্নাথপুর পৌরপয়েন্টে (অস্থায়ী কার্যালয়) জগন্নাথপুর উপজেলা গীতিকার সংসদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাহ মোঃ আব্দুল পরান। সাধারণ সম্পাদক সানুর আলী মাষ্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপদেষ্টা শাহ্ মোঃ সাইফুল করিম জান্নাত, আরশাদ আলী বক্স, গোলাম রব্বানী আকাশ ও অন্যান্যরা। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে জনাব শাহ মোঃ সাইফুল করিম জান্নাত কে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়। উক্ত কমিটির উপদেষ্টা গণ যথাক্রমে- মকদ্দুছ আলম উদাসী, ফকির মুক্তার আহমদ, সৈয়দ শাহ আকিল আলী, মোঃ ফিরোজ মিয়া চৌধুরী, ইরন মিয়া, বাউল চন্দন মিয়া, বাউল শাহাব উদ্দিন, আব্দুল হক, আনোয়ার হোসেন, তোফায়েল আহমদ। পূর্ণাঙ্গ কার্যকরী কমিটিতে শাহ্ মোঃ আব্দুল পরান কে সভাপতি ও সানুর আলী মাষ্টারকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ যথাক্রমে- জনাব আজিজুর রহমান আরজু- সহ-সভাপতি, আরশাদ আলী বক্স- সহসভাপতি, গোলাম রব্বানী আকাশ- সহ-সাধারণ সম্পাদক, রাকিব আহমদ লতিফী- সাংগঠনিক সম্পাদক, শামীম আহমদ চিশতী- কোষাধ্যক্ষ, শ্রী কাজল দেবনাথ- সহ-কোষাধ্যক্ষ, এখলাছুর রহমান- সমাজকল্যাণ সম্পাদক, মোশাররফ হোসেন মুছা- সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, শাহেদ আলী- প্রচার সম্পাদক, আব্দুল সাহিদ- ধর্ম বিষয়ক সম্পাদক, রাজা জালালী- দপ্তর সম্পাদক, নুরুন্নেছা বেগম- মহিলা বিষয়ক সম্পাদক, সুশেন দেবনাথ-কার্যকরী সদস্য, সুযোগ মিয়া-কার্যকরী সদস্য, খেলু মিয়া ভান্ডারী-কার্যকরী সদস্য।
অন্যান্য সদস্যবৃন্দ: ফুলশাদ মিয়া, শায়েক আহমদ, মুস্তাক আহমদ, অবিনাশ দাশ, ওয়ালিউর রহমান ছুফু, শেখ তারেক মনোয়ার, ফয়ছল গণি শাহ, মুকিত তালুকদার, বাউল হারুন মিয়া, বাউল লেচু সরকার, জুবেল আহমদ, দুলাল মিয়া, ফয়জুল মিয়া, সৈয়দ মঈনুল কবরী, শ্রী রতন মালাকার, নজরুল মিয়া, রাম দেবনাথ, মুর্শেদ খান, ফুল মিয়া, আব্দুল লতিফ, মির্জা রুহুল আমীন, সৈয়দ মুহিব।
প্রেস বিজ্ঞপ্তি