Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সম্পাদক আকমল হোসেন ভূঁইয়া

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে আকমল হোসেন ভূঁইয়াকে মনোনীত করা হয়েছে। ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের মৃত্যুতে তাঁর এই শুন্য পদে সংস্থার যুগ্ম সম্পাদক আকমল হোসেন ভূঁইয়াকে গতকাল রোববার ক্রীড়া সংস্থার এক সাধারণ সভায় ভারপ্রাপ্ত সম্পাদক পদে মনোনীত করা হয়।
প্রসঙ্গত, আকমল হোসেন ভুঁইয়া যুব রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে ক্রীড়া অঙ্গনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছে। জগন্নাথপুরের ক্রীড়াাঙ্গনের প্রধান দুটি সংগঠন উপজেলা ফুটবল ও ক্রিকেট এসোসিয়েশনের উপদেষ্ঠা পদে আকমল হোসেন দায়িত্ব পালন করছে।

Exit mobile version