স্পোর্টস রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শাহ রুহেল কে সভাপতি ও সুবল দেব কে সাধারণ সম্পাদক করে ২০২০-২১ মৌসুমের জন্য এই কমিটি গঠন করা হয়।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের কার্যালয়ে সিনিয়র উপদেষ্টা মোঃ আকমল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে, উপদেষ্টা মণ্ডলীর সদস্য তফজ্জুল হক সুমন ও আবু হেনা রনির পরিচালনায় এক সাধারণ সভায় উপজেলা ক্রিকেট এসোসিয়েশন ভুক্ত সকল দলের প্রতিনিধিদের প্রকাশ্য ভোটে শাহ রুহেল সভাপতি ও সুবল দেব সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সভায় বক্তব্য দেন উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা প্রচার সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আকন। উপদেষ্টা মণ্ডলীর সদস্য আসাদ লাল, জাকারিয়া আহমদ, সাবেক সভাপতি সুলেমান হোসেন, আজহার আহমদ প্রমুখ।
সভায় সিদ্ধান্ত হয়, দ্রুত সময়ের মধ্যে ২০২০-২১ মৌসুমের উপজেলা ক্রিকেট এসোসিয়েসনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
Leave a Reply