স্টাফ রিপোর্টার ::জগন্নাথপুর উপজেলা ক্রিকেট ক্লাব এসোয়িশনের কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে তোফাজ্জল হক সুমনকে সভাপতি ও আবু হেনা রনিকে সাধারণ সম্পাদক করা হয়। মঙ্গলবার জগন্নাথপুর ক্রিকেট ক্লাব এসোসিয়েশনের অফিসে কমিটি গঠন উপলক্ষে এক সভা সংগঠনের বিদায়ী সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক হোসেন আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সৈয়দ হিলাল আহমদ, জাকার আহমদ, সুলেমান অঅহমদ, ফাহাদ আহমদ, তোফাজ্জল হক সুমন, আবু হেনা রনি,আশিক আলী,শামীম আহমদ, সৈয়দ সাইফুল, ছইদুল আহমদ প্রমুখ সভায় সর্বসন্মতিক্রমে তোফাজ্জল হক সুমন কে সভাপতি ও আবু হেনা রনি কে সাধারণ সম্পাদক করে ১৮তম এসোসিয়েশনের এক বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। এদিকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন, জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সেঞ্চুরি ক্রিকেট ক্লাবের সভাপতি আমির হোসেন আসাদ, সবুজ বাংলা ক্রিকেট ক্লাবের নজির আহমদ, মিতালী ক্রিকেট ক্লাবের রুবেল আহমদ, বাসুদেববাড়ী ক্রিকেট ক্লাবের সায়মন হোসেন, জননী ক্রিকেট ক্লাবের আক্তার হোসেন, সাইক্লোন ভবেরবাজার ক্রিকেট ক্লাবের সাজু আহমেদ ও জিকু আহমদ, ইউনাইটেড ক্রিকেট ক্লাবের ফাহাদ আহমেদ,সূর্য তরুন ক্রিকেট ক্লাবের আল আমিন মোসলে উদ্দিন, অর্নিবান ক্রিকেট ক্লাবের সভাপতি মিছলু আহমেদ কাবেরী, প্রত্যাশা ক্রিকেট ক্লাবের সভাপতি আলাই মিয়া প্রমুখ। সভায় নবগঠিত কমিটির সভাপতি তোফাজ্জল হক সুমন ও সাধারণ সম্পাদক আবু হেনা রণি দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করে তাদেরকে নির্বাচিত করায় ক্রিকেট ক্লাবের নের্তৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Leave a Reply