Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর উপজেলা ও পৌর আ.লীগের সম্মেলন ১৬ নভেম্বর

স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
আজ বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আহমেদ হোসেন এর উপস্থিতিতে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির জেলার সকল উপজেলার সম্মেলনের দিনক্ষণ চুড়ান্ত করেন।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির বলেন,জগন্নাথপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে প্রস্তুতি নেওয়ার জন্য জানানো হয়েছে।

Exit mobile version