আমিনুল হক ওয়েছঃ- ব্রিকলেন এর বাঙ্গালী পাড়ার একটি রেষ্টুরেন্টে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউ‘কে এর আসছে জি,সি,এসি ও এ লেবেল এয়োওয়াড এর প্রস্থুতি সংক্রান্ত অগ্রগতি নিয়ে সংস্থার উপদেষ্টা মন্ডলীর সাথে মতবিনিময় সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর নেত্রী বৃন্দ জনাব হারুনুর রশীদ, জনাব আব্দুল মোছাব্বির দুলু, জনাব আংগুর আলী, জনাব মোঃ আরফিক মিয়া, জনাব আব্দুল মুকিত চুন্নু এম.বি.ই, জনাব ইউছুফ কামালী, উন্নয়ন সংস্থার সভাপতি তাহের কামালী ও নোমান আহমদ তাদের কাজের অগ্রগতি সম্পকে উপদেষ্টা মন্ডলী নেত্রীবৃন্দকে অবহিত করেন। জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থার উপদেষ্টা মন্ডলী নেত্রী বৃন্দ বলেন তাঁরা সব সময় পাশে থাকবেন যে কোন প্রয়োজনে তাদেও হাত প্রসারিত থাকবে। আসছে ডিসেম্বরে কি ভাবে এয়োওয়াড অনুষ্টান সফল করা যায় সে দিকে সবার দৃষ্টি আকর্ষন করেন, সভা শেষে সংস্থার সাধারন সম্পাদক নোমান আহমদ যুক্তরাজ্যে অবস্থানরত জগন্নাথপুর বাসীর সাহায্য সহযোগিতা কামনা করেন ও সভাপতি তাহের কামালী বিশেষ করে সংস্থার সকল নেত্রী বৃন্দের প্রতি আহবান করে বলেন আগামীতে যেন আমরা জগন্নাথপুর এলাকার জন্য কাজ করতে পারি সে লক্ষে এগোতে হবে।