আমিনুল হক ওয়েছ যুক্তরাজ্য থেকে- লন্ডনের ব্রিকলেন এলাকার স্থানীয় একটি রেষ্টুরেন্টে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউ‘কের ঈদ পূর্ণমিলনী অনুষ্টান অনুষ্টিত হয়। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় সংস্থার সভাপতি তাহের কামালির সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নোমান আহমদের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন সংগঠনের ট্রেজারার সুমন আহমদ। অনুষ্টানের স্বাগত বক্তবে সংস্থার সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ সহ ঈদের শুভেচ্ছা। উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি এম.এ.সাত্তার, সহ-সভাপতি শাহ মোঃ আব্দুল আহাদ, সহ-সভাপতি হেভেন খান, সহ-সভাপতি মোঃ মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিক মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক ফিরুজ হোসেন কামালী, আব্দুল ওয়াহিদ, তছির আলী, জুবের আহমদ, রুহেল আমিন, সৈয়দ মারুফ প্রমোখ। অনুষ্টানের শেষাংশে সংস্থার সিনিয়র সহ-সভাপতি এম.এ.সাত্তার যুক্তরাজ্য বিএনপির কোষাদক্ষ সম্পাদক,সহ-সভাপতি হেভেন খান যুক্তরাজ্য বিএনপির যুববিষয়ক সম্পাদক, সংস্থার কার্যনিবাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল ওয়াহিদ লন্ডন বাংলা টাউন সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউ‘কের পক্ষ্য থেকে উনাদেও মিষ্টি মোখ করানু হয়। বক্তাগন আগামীতে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউ‘কে এখন যে ভাবে দল মতের উরধে কাজ করছে আগামীতেও তার ধারাবহিকতা বজায় রেখে কাজ করারর আহবান করেন। মহান আল্লাহ পাকের কাছে দোয়ার প্রার্থনা কওে সভার সমাপ্তি করেন সংস্থার সভাপতি।