Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতিকবি সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে সংগীত সন্ধ্যা

যুক্তরাজ্য প্রতিনিধি::
জগন্নাথপুর উপজেলা আন্তর্জাতিক গীতি কবি সাংস্কৃতিক পরিষদ ইউ-কের উদ্যোগে এক মনোজ্ঞ সংগীত সন্ধ্যা
অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৭ সেপ্টেম্বর বৃটেনের চ্যানেল আইয়ের স্টুডিওতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন হ্যাপি রানী, কল্পনা হামজা ও তানিয়া ।
তিন ঘন্টাব্যাপি অনুষ্ঠানে মরমি কবি রাধারমন দত্ত, বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গানের পাশাপাশি নবীন গীতিকার জুবায়ের আহমদ হামজা, শাহ ইয়াওর মিয়া মনোয়ার কাবেরী, মির্জা রাহেল আমিন
দিলোওয়ার দেওয়ানসহ বিভিন্ন গীতিকারদের গান পরিবেশন করা হয়।
ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের এক সময়ের প্রিয় মুখ গীতিকার সাংবাদিক জুবায়ের আহমদ হামজার গ্রন্থনা ও পরিকল্পনায় এবং সোনিয়া মুনের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সিরাজুল হক সিরাজ, ফয়েজ মিয়া, সিনিয়র সহসভাপতি
সহসভাপতি নেফুর আহমদ, মিছবাহ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক জান্নাতুল ইসলাম বাবুল, জমজম রশিদ, সহ সম্পাদক আলমগীর হোসেন, আজিজ মিয়া মুজিবুর রহমান মুজিব, আতাউর রহমান, গুলজার আহমদ  প্রমুখ।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন  সংগঠনের সভাপতি শাহ ইয়াওর মিয়া।
Exit mobile version