নিজস্ব প্রতিবেদক-
আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সন্মেলন। ইতিমধ্যে সন্মেলন কে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম এর পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ, জেলা আওয়ামী লীগ সদস্য সাবেক উপজেলা সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ,সহ সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সিরাজ উদ্দিন মাষ্টার ,সুজিত রায়,সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমেদ মুক্তা, বদরুল ইসলাম জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া প্রমুখ
আওয়ামীলীগ নেতাকর্মীরা জানান,
গত ১৩ মার্চ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন জেলার সবকটি উপজেলা সন্মেলনের দিনক্ষণ ঘোষণা করেন। ঘোষিত দিন অনুযায়ী ১১ মে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সন্মেলনের দিন ঠিক করা হয়। সন্মেলনকে সামনে রেখে কেন্দ্রীয় নেতৃবৃন্দের ঘোষণা অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রস্তুতিমুলক এ সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমেদ মুক্তা জানান, একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত জগন্নাথপুর পৌরসভা। ইতিমধ্যে সাত ইউনিয়ন সন্মেলন অনুষ্ঠিত হয়। চার ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার কার্যনির্বাহী কমিটির সভায় জগন্নাথপুর পৌরসভা ও পাটলী ইউনিয়নের সন্মেলন এবং রানীগঞ্জ ও পাইলগাঁও ইউনিয়নের পূনাঙ্গ কমিটি অনুমোদন দ্রুততম সময়ে করার সিদ্ধান্ত হয়। পাশাপাশি এসব সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়। ৫ সদস্য বিশিষ্ট কমিটিতে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত রায়, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র রয়েছেন।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন বলেন, কেন্দ্রীয় নেতাদের ঘোষণা অনুযায়ী সন্মেলন করতে আমরা প্রস্তুতিমুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সন্মেলনের আগে অসমাপ্ত কমিটি গঠন করার পদক্ষেপ নেওয়া হয়েছে।