Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর ইয়াং স্টারের ঈদ পুর্ণমীলনী ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের জগন্নাথপুরে ইয়াং স্টারের ঈদ পুর্ণমীলনী ও সংগঠনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী এমদাদুল হক তালুকদারকে সংক্ষিপ্ত সফর শেষে যুক্তরাজ্যে গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে জগন্নাথপুর বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর ইয়াং স্টারের সভাপতি মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় এতে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন, সংগঠনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী এমদাদুল হক তালুকদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সংগঠনের সহ-সভাপতি জুয়েল আহমদ, তৈয়বুর রহমান, শোয়াইবুর রহমান শুয়েব, যুগ্ম সাধারণ সম্পাদক শিবলী সাদিক, আলী আকবর , সাংগঠনিক সম্পাদক ইকতার হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আফাজ্জুল হুসেন, ব্লাড বিষয়ক সম্পাদক ইসমাইল মিজু প্রমুখ।
পরে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক প্রদার করা হয়। এসময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Exit mobile version