স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইয়াং স্টারের ঈদ পুর্ণমীলনী ও সংগঠনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী এমদাদুল হক তালুকদারকে সংক্ষিপ্ত সফর শেষে যুক্তরাজ্যে গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে জগন্নাথপুর বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর ইয়াং স্টারের সভাপতি মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় এতে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন, সংগঠনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী এমদাদুল হক তালুকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সংগঠনের সহ-সভাপতি জুয়েল আহমদ, তৈয়বুর রহমান, শোয়াইবুর রহমান শুয়েব, যুগ্ম সাধারণ সম্পাদক শিবলী সাদিক, আলী আকবর , সাংগঠনিক সম্পাদক ইকতার হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আফাজ্জুল হুসেন, ব্লাড বিষয়ক সম্পাদক ইসমাইল মিজু প্রমুখ।
পরে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক প্রদার করা হয়। এসময় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।