স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ইয়াং স্টারের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌর এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী এমদাদ হক তালুকদার।
তিনি বলেন, প্রতি বছরের মত এবারও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে হতদরিদ্র পরিবারের মধ্যে ফুড প্যাক বিতরণ শুরু হয়েছে। তবে এবার ফুড প্যাকের সঙ্গে ৫০টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে শুধু পৌরসভায় বিতরণ করা হয়েছে। ধারাবাহিকভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আমাদের সংগঠনের দায়িত্বশীলরা বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করবেন।
এসময় জগন্নাথপুর ইয়াং স্টারের সদস্যরা উপস্থিত ছিলেন।##