Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর ইয়াং স্টারের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের জগন্নাথপুরে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ইয়াং স্টার এর নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর ইয়াং স্টারের সভাপতি মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন, সংগঠনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী এমদাদ হক তালুকদার।
এসময় নবগঠিত কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে সর্বসম্মতিক্রমে সাবেক সভাপতি আব্দুল মুকিত ও হাবিবুর রহমান জুয়েলকে সম্মানিত সদস্য হিসেবে এবং শুয়াইবুর রহমান সুয়েবকে সহ-সভাপতি হিসেবে নবগঠিত কমিটিতে নাম অন্তর্ভুক্ত করেন প্রতিষ্ঠাতা এমদাদ হক তালুকদার।
সভায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ৫০টি পরিবারের মধ্যে নগদ অর্থসহ ঈদ সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Exit mobile version