স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জগন্নাথপুরে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ইয়াং স্টার এর নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার উপজেলা সদরের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর ইয়াং স্টারের সভাপতি মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন, সংগঠনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী এমদাদ হক তালুকদার।
এসময় নবগঠিত কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে সর্বসম্মতিক্রমে সাবেক সভাপতি আব্দুল মুকিত ও হাবিবুর রহমান জুয়েলকে সম্মানিত সদস্য হিসেবে এবং শুয়াইবুর রহমান সুয়েবকে সহ-সভাপতি হিসেবে নবগঠিত কমিটিতে নাম অন্তর্ভুক্ত করেন প্রতিষ্ঠাতা এমদাদ হক তালুকদার।
সভায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ৫০টি পরিবারের মধ্যে নগদ অর্থসহ ঈদ সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।