Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুর আওয়ামী যুবলীগের নামে ফেসবুকে ভূয়া আইডি বিস্মিত উপজেলা যুবলীগ

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা আওয়ামী যুবলীগের নামে ফেসবুকে ভূয়া আইডি ব্যবহারে বিস্ময় প্রকাশ করেছেন বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন। বিবৃতিতে বলা হয়,সম্প্রতি যুবলীগ নেতা মাছুম আহমদ জগন্নাথপুর উপজেলা আওয়ামী যুবলীগসহ কয়েকটি ভূঁয়া ফেসবুক আইডির নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি দায়ের ও সংবাদপত্রে এনিয়ে সংবাদ প্রকাশিত হলে উপজেলা যুবলীগের দায়িত্বশীল হিসেবে আমাদের দৃষ্টি আকর্ষন হয়। জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন জানান,যুবলীগের নামে কোন ফেসবুক আইডি নেই। কেউ যদি যুবলীগের নাম ব্যবহার করে যুবলীগের নামে ফেসবুক আইডি খুলে থাকেন তার দায় দায়িত্ব জগন্নাথপুর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা নিবে না। তাই ভূয়া আইডি খুলে অপপ্রচার বিভ্রান্তি সৃষ্টির ঘটনায় যুবলীগের নেতাকর্মীরা তীব্র নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে এসব বন্ধের আহ্বান জানান।

Exit mobile version