স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ বলেছেন, বঙ্গবন্ধু আমাদেরকে একটি জাতির মর্যাদা দিয়ে গেছেন। আর তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা আমাদেরকে অর্থনৈতিক মুক্তি দিয়ে একটি সমৃদ্ধ জাতি উপহার দিতে নিরলস ভাবে কাজ করছেন। জাতির জনকের সোনার বাংলা এখন আর স্বপ্ন নয় উল্লেখ করে বলেন, আওয়ামীলীগের নের্তৃত্বে দেশে যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে তা অব্যাহত থাকলে অচিরেই দেশ সোনার বাংলায় পরিণত হবে। ইতিমধ্যে আমরা মধ্যআয়ের দেশের স্বীকৃতি পেয়েছি। তিনি বঙ্গবন্ধুর আর্দশ লালন করে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী জাতিয় শোক দিবস উপলক্ষে জগন্নাথপুুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রবীণ আওয়ামীলীগ নেতা ্উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুুরুল ইসলাম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুুল কাইয়ুুুুম মশাহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মুুক্তাদীর আহমদ মুুক্তা,সাবেক পৌর চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মিজানুুর রশীদ ভূঁইয়া,আওয়ামীলীগ নেতা সৈয়দ সাব্বির আহমদ, আব্দুল জব্বার,রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজলুল হক, উপজেলা আওয়ামীলীগ নেতা মতিউর রহমান,বিজন কুমার দেব,পৌর আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া,পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন,আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মুরাদ আহমদ,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মনোয়ার আলী,রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছদরুল আমীন,চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন,মীরপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন,পাটলী ইউনিয়নের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির,কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দ্বিপক কান্তি দে দীপাল,আওয়ামীলীগ নেতা আফছর উদ্দিন, কাউন্সিলর সফিক মিয়া,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রিপন, এম ফজরুল ইসলাম,মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান মুজিব প্রমুখ। পরে শিরনী বিতরণ করা হয়। এছাড়াও মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলীয় নেতাকমীরা। পরে এক শোক র্যালী উপজেলা সদরের গুরুত্বপূর্ন সড়ক প্রর্দক্ষিন করে।