Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ৯ জুয়াড়ি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে জুয়ার আসর থেকে ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত হলেন, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর গ্রামের আহাদ মিয়া (৩৮), একই গ্রামের আমির হোসেন (৪০), রমাপতিপুর গ্রামের সাহানুর (৪৫), কিশোরপুর গ্রামের নজমুল ইসলাম (৫৫), রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের আহাদ মিয়া (৫৪), সাইদ মিয়া (৪০), মিজানুর রহমান (২৬), ছয়দুল ইসলাম (৪০) ও আলী আহমদ (৩০)।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুরের কুবাজপুর গ্রামে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদেরকে আটক করা হয়। এসময়
(১০৪ পিস তাস, ঘ.
নগদ ১৪ হাজার ২শ’ ৪৫ টাকাসহ জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন,গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

Exit mobile version