স্টাফ রিপোর্টার
জগন্নাথপুর উপজেলার ভবের বাজারে অভিযান পরিচালনা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় ইনসাফ ভেরাইটিজ স্টোর কে ৫ হাজার টাকা, শাহজালাল ভেরাইটিজ স্টোর কে ৬ হাজার টাকা, মা ভেরাইটিজ স্টোর কে ৩ হাজার টাকা, হুমাইরা ভেরাইটিজ স্টোর কে ৩ হাজার টাকা, আল মদিনা ফার্মেসীকে ৩ হাজার টাকা এবং দ্রব্য মূল্য বেশী রাখার দায়ে রুবেল ভেরাইটিজ স্টোর কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম। এ সময় অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি পিঁয়াজ, আলু, তেল এবং চালের বাজার তদারকি করা হয়। অভিযানকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।