স্টাফ রিপোর্টার:; অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন,দেশের স্বার্থে উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। তিনি বলেন,সকল ভেদাভেদ মান অভিমান আঞ্চলিকতা ভুলে আসুন দেশের চলমান উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাই। জগন্নাথপুরতথা সুনামগঞ্জ জেলাকে উন্নত ও অগ্রসরমান জেলায় রুপান্তরিত করি। প্রতিমন্ত্রী বলেন, আওয়ামীলীগ শাসনামলে সারাদেশের ন্যায় সুনামগঞ্জে অনেক উন্নয়ন হয়েছে। কারণ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার ভাটি বাংলার পিছিয়ে পড়া মানুষের প্রতি দরদী ছিলেন। কোন প্রকল্প নিয়ে গেলে তিনি তা হাসিমুখে অনুমোদন করেছেন। মন্ত্রী বলেন, আমার নির্বাচনী এলাকা জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জের চলমান উন্নয়নকে এগিয়ে নিতে আপনাদের কাছে নৌকায় ভোট চাই। আওয়ামীলীগ আবারো ক্ষমতায় এলে আপনাদের অসমাপ্ত উন্নয়নগুলো বাস্তবায়ন হবে। তিনি বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলায় দিনব্যাপী স্থানীয় সরকার প্রকৌশল অথিদপ্তরের বাস্তবায়নে ছয় কোটি টাকার উন্নয়ন কর্মসূচীর উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন কালে উপরোক্ত কথা বলেন। উদ্বোধনকৃত সড়ক গুলো হচ্ছে কেশবপুর-টুকেরবাজার পোনা উল্যাহ সড়কে ১ কোটি ২২ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে সংস্কার কাজ সম্পন্ন। জগন্নাথপুর- বিশ^নাথ সড়কের বাউর কাপন মাদ্রাসা ৯৭ লাখ ৩২ হাজার টাকা ব্যয়ে সংস্কার কাজ, কাঠালখাইর বাজার-দাওরাই জয়দা সড়কে ৭৭ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে সংস্কার কাজ বাস্তবায়ন, নয়াবন্দর বাজার দাওরাই ইউ,পি সড়কে ৮৪ লাখ ৫৮ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়ন ও কাঠালখাইর বাজার দাওরাই ইউপি সড়কে -ইটাখলা নদীর ওপর সেতু নির্মানের প্রস্তর স্থাপন। ২ কোটি ১৫ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী। এসময় জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, স্থানীয় সরকার প্রকৌশল সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ, উপজলো পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ চৌধুরীসহ রাজনৈতিকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply