স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা শুরু হয়েছে।
আজ বুধবার ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে ৫দিন ব্যাপি এই দূর্গোৎসব শুরু হয়।
সকাল ৬টায় বোদন আমন্ত্রন ও অধিবাসের মধ্য দিয়ে পূজা শুরু হয়। সেই সঙ্গে মন্ডপে মন্ডপে ঢাকের বাদ্য ও শঙ্খধ্বনিতে উৎসবমুখর হয়ে উঠে।
এবার জগন্নাথপুরে ৪১টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা উৎসব চলছে। ইতিমধ্যে প্রতিটি পূজা মন্ডপের প্রতিমা তৈরি,আলোকসজ্জা ও সাজসজ্জার কাজ শেষ রয়েছে। প্রতিটি মন্ডপ বর্নিল সাজে সাজানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবার পূজা মন্ডপগুলো উৎসবের আয়োজন কাঁটচাট করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে কিছুটা ভীতি রয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস রয়েছে। এছাড়াও জগন্নাথপুরের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস উজ্জ্বল দৃষ্টান্ত বহন করছে যুগের পর যুগ।
জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব জানান,একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন মিলিয়ে জগন্নাথপুর উপজেলার ৪১টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা উৎসব শুরু হয়েছে। পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা এবার ধর্মীয় বিধি বিধানের আলোকে সর্বজনীন ও পারিবারিক পূজা অর্চনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু কিছু মন্ডপে ধর্মীয় গানের আয়োজন রয়েছে। এর বাহিরে অন্য কোন সাংস্কৃতিক অনুষ্ঠান এবার নেই।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোখলেছুর রহমান আকন্দ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে
বলেন, জগন্নাথপুরের শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে আমাদের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। এছাড়াও সেনাবাহিনী, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনী তদারকি করছেন। ইতিমধ্যে আমরা সব প্রস্তুতি গ্রহণ করেছি।