স্টাফ রিপোর্টার :জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া সিনিয়র মাদ্রাসায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক সাড়ে ৫৮লাখ টাকা ব্যায়ে ৪তলা ভিট বিশিষ্ট নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী ফলক উম্মোচন শেষে মাদ্রাসা কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া সিনিয়র মাদ্রাসার পুরনো ভবন ভেঙ্গে এখানে উচু ও আধুনিক ভবন নিমান করার প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেছেন শেখ হাসিনার ও মুক্তিযুদ্ধের বাংলাদেশে শিক্ষা প্রতিষ্টান এসব পুরনো ভবন দিয়ে চলবেনা। প্রতিমন্ত্রী বলেন নতুন ফিকাহ তৈরী করা ইসলাম ধর্মের জন্য মঙ্গল নয়। আমরা মনে করি আল্লাহ এক তার সৃষ্টিও এক। মিলেমিশে চলবো, আল্লাহ পাক বিচার করবেন কে সঠিক আর কে বেঠিক। আমলের বিচার হবে শেষ দিনে। তিনি বলেন আমাদের দেশের মূল চিন্তা আজাদী। দেশের স্বাধীনতার সাথে ধর্মের কোন ব্যবধান নেই। বাংলাদেশসহ বিশ্বে ৫০ থেকে ৬০টি মুসলিম রাষ্ট্র আছে। এগুলো সব স্বাধীন রাস্ট্র। প্রতিমন্ত্রী আওয়ামী লীগ সরকারের নানা মূখী উন্নয়নের ফিরিস্থি তুলে ধরে বলেন দেশের প্রতিটি উপজেলায় আধুনিক মসজিদ নির্মান করা হবে। ইতোমধ্যে একনেকে অনুমোদন করা হয়েছে। তিনি বলেন আসুন সব ভূল দূর করে ধর্মের, ঈমানের ও মাতৃভুমির সেবায় সবে মিলে কাজ করি। ধর্মের সেবায় একত্রিত হই। প্রতিমন্ত্রী এম এ মান্নান ঐতিহ্যবাহী সৈয়দপুর গ্রামে ১শ ১৩ বছরের পুরনো সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদসহ কর্মরত সকল শিক্ষকবৃন্দ এবং মাদ্রাসা গভর্নিং বডির সকল সদস্যসহ এলাকাবাসীর প্রতি অভিনন্দন জানিয়ে বলেন অধ্যক্ষ রেজওয়ান আহমদের শ্রম ও মেধার ফলে প্রতিষ্টানটি ইতোমধ্যে কৃতিত্বপূর্ন ফলাফল অর্জন করতে সক্ষম আসছে। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবী প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ফাজিল অনুমতি প্রদানে প্রতিমন্ত্রী বলেন শেখ হাসিনার সাথে থাকুন, তার জন্য সবাই মিলে আল্লাহ পাকের নিকট প্রার্থনা করুন শুধু শিক্ষা উন্নয়ন নয় গরীব দু:খী মেহনতি মানুষের উপকার হবে। আগামী নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসতে জনগনের প্রতি আহবান জানান। শনিবার বেলা ২টায় মাদ্রাসা মিলনায়তনে সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রবীন নেতা বিশিষ্ট শিক্ষাবিদ সিদ্দিক আহমদ ঐতিহ্যবাহী মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ইতোমধ্যে দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে। সুনামধন্য এ প্রতিষ্টানের সার্বিক উন্নয়নে তার সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মাদ্রাসার প্রভাষক নিজাম উদ্দিদের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ও মাদ্রাসা গভর্নিং বডির সদস্য বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব সৈয়দ সাবির মিয়া।
অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার বরকত উল্ল্যা খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ও সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া আলীয়া মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম মুখলেছুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজী সরাফত আলী ওয়াকফ স্টেট এর মোতায়াল্লী সৈয়দ লাল মিয়া, যুক্তরাজ্যর সাবেক এমপি প্রার্থী সৈয়দ নুরুল ইসলাম দুলু, বিশিষ্ট মুরব্বী সৈয়দ আব্দুল মুনিম, সৈয়দ আক্কাছ আলী, ডা: সৈয়দ তৈফুর আহমদ,