1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে ৫৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন

জগন্নাথপুরে ৫৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৮৩২ Time View

বিশেষ প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে আজ বৃহস্পতিবার পর্যন্ত সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ৯জনসহ মোট ৫৮ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র নির্বাচন কার্যালয় থেকে সংগ্রহ করেছেন।
মেয়র পদে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁরা হলেন জগন্নাথপুর পৌরসভার বর্তমান মেয়র আওয়ামী লীগ নেতা মিজানুর রশিদ, সাবেক মেয়র আক্তার হোসেন, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা আকমল থান, জেলা পরিষদের সদস্য মাহতাবুল হাসান সমুজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুজ্জামান হারুণ, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা আব্দুল মতিন লাকি, যুক্তরাজ্য প্রবাসী স্বেচ্ছাসেবক দল নেতা আলিফ মিয়া, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আমজল আলী শফিক ও  বিঞ্চু রায়। এছাড়া কাউন্সিলর পদে ৯০ ও নারী কাউন্সিলর পদে ৯ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, তফশিল অনুয়ায়ী আগামী ১৬ জানুয়ারী প্রবাসী অধ্যুষিত এ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২০ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এখন পর্যন্ত ৯ মেয়র প্রার্থীসহ মোট ৫৮জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করেছেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের সর্বশেষ পৌর নির্বাচনে যুক্তরাজ্য প্রবাসী  আবদুল মনাফ মেয়র নির্বাচিত হন। চলতি বছরের১১ জানুয়ারি তিনি মারা গেলে তাঁর মৃত্যুতে গত ১০ অক্টোবর অনুষ্ঠিত পৌর নির্বাচনে অংশ নেন পৌরসভার সাবেক মেয়র যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রশিদ ভূঁইয়া, আবুল হোসেন ও রাজু আহমদ। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মিজানুর রশিদ ভূঁইয়া মেয়র নির্বাচিত হন। আগামী ১৬ জানুয়ারি জগন্নাথপুর পৌরসভার মেয়াদপূর্তিতে আবারো নির্বাচন ঘোষণা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com