স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ৩ দিন ধরে দুই কিশোর নিখোঁজ রয়েছে।
আজ মঙ্গলবার ওই ২ কিশোরের বাবা জগন্নাথপুর থানায় নিখোঁজের ঘটনা উল্লেখ করে পৃথক দু’টি সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজরা হলেন, জগন্নাথপুর পৌরসভার হবিবপুর (দক্ষিণপাড়া) এলাকার সুলেমান আলীর ছেলে জুবেদ মিয়া (১৭) ও একই এলাকার আলী হোসেনের ছেলে আলী আকবর (১৩)। সম্পর্কে ওই দুই কিশোর চাচ-ভাতিজা।
নিখোঁজদের পরিবারের সদস্যরা জানান, গত রোববার বিকেলে শেষবার তাদের নিজ এলাকায় দেখা যায়। এরপর থেকে তাদের আর কোথাও খোঁজে পাওয়া যাচ্ছে না।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আমরা সব থানায় ছবিসহ তথ্য পাঠিয়ে দিয়েছি। পুলিশ নিখোঁজদের সন্ধানে কাজ করছে।