Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ৩ ডাকাত গ্রেফতার

স্টাফ রির্পোটার :: জগন্নাথপুরে ৩ ডাকাত কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়।
থানা পুলিশ জানায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধবপুর গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানার এস, আই অনির্বাচনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৩ ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে রানীগঞ্জ ইউনিয়নের ইসমাইল চক গ্রামের কনর মিয়া (৪০), একই ইউনিয়নের গর্ন্ধবপুর গ্রামের মতিন মিয়া (৫০) ও পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের নাজমুল হোসেন (২০)।
জগন্নাথপুর থানার এস, আই অনির্বান জানান, ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এ খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছি।

প্রসঙ্গত ওই ইউনিয়নে সম্প্রতি ২টি ডাকাতির ঘটনা ঘটেছে।

Exit mobile version