বিশেষ প্রতিনিধি::
আগামীকাল শুক্রবার নতুন বছরের নতুন দিনে পাঠ্যবই উৎসব দেশজুড়ে শুরু হবে। তবে সুনামগঞ্জের জগন্নাথপুরে অনেক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বই উৎসব থেকে বঞ্চিত হবে। এ উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ২৪টি বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার পর্যন্ত নতুন বই পৌঁছেনি।
উপজেলা সরকারি মাধ্যমিক ও প্রাথমিক অফিস সুত্র জানায়, জগন্নাথপুরে ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ২৫৫টি বিদ্যালয়ে ১ লাখ ৬৪ হাজার ৭৯টি বই বিতরণ করা হবে শুক্রবার।মাধ্যমিক পযার্য়ে সরকারি দুইটি বিদ্যালয়সহ মোট ৩০টি হাইস্কুলের মধ্যে ৬টি বিদ্যালয়ে ওই দিন বই উৎসব শুরু হবে। বিদ্যালয়গুলো হচ্ছে উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়, গুলবাহার বালিকা উচ্চ বিদ্যালয় ও শ্রীরামসী উচ্চ বিদ্যালয়। তবে ২৪টি বিদ্যালয়ে এখন পর্যন্ত নতুন বই পৌঁছেনি। এসব বিদ্যালয়ে পর্যাক্রমে বই বিতরণ করা হবে। মাদ্রাসা পর্যায়ে দাখিলের বই এখনো পাওয়া যায়নি। তবে ইবতেদায়ীর শিক্ষার্থীরা নতুন বই পাবে।
জগন্নাথপুরের নলুয়া হাওর ব্যষ্টিত পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুহিত বলেন, আমরা এখনো নতুন পাঠ্যবই পাইনি। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানিয়েছেন, আগামী সপ্তাহে বই মিলবে।
তিনি জানান, তাঁদের বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণী থেকে ৯ম শ্রেণী পর্যন্ত মোট ৫৫০ জন শিক্ষার্থী রয়েছে।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে
জানান, এ উপজেলায় মোট ৩০টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে ৬টি বিদ্যালয়ে কাল নতুন পাঠ্যবই বিতরণ করা হবে। পর্যাক্রমে অন্য বিদ্যালয়গুলোতে সরকারি নির্দেশনা অনুযায়ি বই দেয়া হবে শিক্ষার্থীদের মধ্যে। জগন্নাথপুরে মাধ্যমিকে দুই দুই লাখ ১৬ হাজার ৮শ’ ২৭টি বই। এরমধ্যে বরাদ্দ পাওয়া গেছে এক লাখ ৪ হাজার বই। দাখিলে বই পাওয়া যায়নি।
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে
বলেন, চাহিদা অনুয়ায়ী আমরা নতুন পাঠ্য বই পেয়েছি। এবার এক লাখ ৬৬ হাজার ৭৯টি বই পাওয়া গেছে। প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে আমরা বই বিতরণ করব শুক্রবার।
Leave a Reply